করোনা সংক্রমণ বাড়ছে : দু সপ্তাহের জন‍্য বন্ধ রাখা হচ্ছে সমস্ত পর্যটনকেন্দ্র

31st March 2021 6:19 pm অনান‍্য
করোনা সংক্রমণ বাড়ছে : দু সপ্তাহের জন‍্য বন্ধ রাখা হচ্ছে সমস্ত পর্যটনকেন্দ্র


নন্দন দেবনাথ ( রাঙ্গামাটি , বাংলাদেশ ) :  করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ দিনের জন্য রাঙ্গামাটি জেলায় সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙ্গামাটি জেলা কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির জরুরী সভায় তিনি এই ঘোষণা দেন। 
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 
সভায় জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রামন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে রাঙ্গামাটি জেলায় করোনার আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই আগামীকাল সকাল থেকে রাঙ্গামাটি জেলায় কঠোর অবস্থানে থাকবে রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সহ নিরাপত্তার সাথে জড়িত সকল প্রশাসন করোনা সংক্রামন রোধে কাজ করবে।  জেলা প্রশাসক বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮ টা থেকে রাঙ্গামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সবজীর দোকান গুলো খোলা বাজারে বসানোর নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।